ওগো আমার চির অচেনা পরদেশী

পর্যায় : প্রেম
View Printable
ওগো আমার চির-অচেনা পরদেশী,
ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসের আহ্‌বানে ।।
যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার,
আভাস তারি হৃদয়ে বাজিছে সদা
যেন কাহার বাঁশির মনোমোহন সুরে ।।
প্রভাতে একা বসে গেঁথেছিনু মালা,
ছিল পড়ে তৃণতলে অশোকবনে ।
দিনশেষে ফিরে এসে পাই নি তারে,
তুমি কোথা গেছ চলে-
বেলা গেল, হল না আর দেখা ।।