গীতবিতান(Gitabitan)

Viewing .... AAJI SAROTOTAPONE PROBHA

আজি শরততপনে প্রভাতস্বপনে

পর্যায় : প্রকৃতি


আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়।
ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো।
কী জানি পরান কী যে চায়।।
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়-
কোন্‌ কুসুমের আশে কোন্‌ ফুলবাসে সুনীলে আকাশে মন ধায় গো-
কী জানি পরান কী যে চায়।।
আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো-
তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় 'এ নহে, এ নহে, নয় গো'।
তাই জীবন বিফল হয় গো-
কোন্‌ স্বপনের দেশে আছে এলোকেশে কোন্‌ ছায়াময়ী অমরায়।
আজি কোন্‌ উপবনে, বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় গো।
কী জানি পরান কী যে চায়।।
আমি যদি গাঁথি গান অথিরপরান, সে গান শুনাব কারে আর।
আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার।
আমি সে গান শুনাব কারে আর।
আমি আমার এ প্রাণ যদি করি দান, দিব প্রাণ তবে কার পায়।
সদ্য ভয় হ্য় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো।
কী জানি পরান কী যে চায়।।

Copyright (c) Think Simple Lab 2010 - 2012. All rights reserved.
Click here to contact us with feedbacks and suggestions.
This site does not support iPhone/iPad Safari browser yet.