গীতবিতান(Gitabitan)


শিরোনাম বাণী
(৪৬) (৩৫৬) (২) (৭) (১৪৫) (১) (১৩৬) (১৬২) (১০) (৩৪) (৬) (৩৬) (১৩) (৫৭) (৮) (১) 
(৯) (১) (১৬৪) (৭) (৮৭) (১৫) (৯২) (৯৭) (১৯) (১৩১) (৪২) (৯২) (৮৬) (২৬) (৮) (৫৮) (১২৬) (৯১) 
পুরো (২১৭২)
Viewing .... forward

গীতবিতান যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন সংকলন-কর্তারা সত্বরতার তাড়নায় গানগুলির মধ্যে বিষয়ানুক্রমিক শৃঙ্খলা বিধান করতে পারেন নি । তাতে কেবল যে ব্যবহারের পক্ষে বিঘ্ন হয়েছিল তা নয়, সাহিত্যের দিক থেকেও রসবোধের ক্ষতি করেছিল । সেইজন্যে এই সংস্করণে ভাবে অনুষঙ্গ রক্ষা করে গানগুলি সাজানো হয়েছে । এই উপায়ে, সুরের সহযোগিতা না পেলেও পাঠকেরা গীতিকাব্যরুপে এই গানগুলির অনুসরণ করতে পারবেন ।


রবীন্দ্রনাথ ঠাকুর


[ভাদ্র ১৩৪৫]


Copyright (c) Think Simple Lab 2010 - 2012. All rights reserved.
Click here to contact us with feedbacks and suggestions.
This site does not support iPhone/iPad Safari browser yet.