গীতবিতান(Gitabitan) |
![]() |
গীতবিতান যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন সংকলন-কর্তারা সত্বরতার তাড়নায় গানগুলির মধ্যে বিষয়ানুক্রমিক শৃঙ্খলা বিধান করতে পারেন নি । তাতে কেবল যে ব্যবহারের পক্ষে বিঘ্ন হয়েছিল তা নয়, সাহিত্যের দিক থেকেও রসবোধের ক্ষতি করেছিল । সেইজন্যে এই সংস্করণে ভাবে অনুষঙ্গ রক্ষা করে গানগুলি সাজানো হয়েছে । এই উপায়ে, সুরের সহযোগিতা না পেলেও পাঠকেরা গীতিকাব্যরুপে এই গানগুলির অনুসরণ করতে পারবেন ।
|