গীতবিতান(Gitabitan) |
![]() |
সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা - গীতবিতান এর বাণী অন্তর্ভুক্তি সমাপ্ত করার জন্য। এই বছরেই কবিগুরুর ১৪৮ -তম জন্মবার্ষিকীতে শুরু করেছিলাম আমরা এই পথচলা। সে দিন ছিল ২৫ বৈশাখ। আজ ৭ ভাদ্র। মাত্র তিন মাস তের দিনে প্রায় ২২শত গানের বাণী সম্পূর্ণ অপরিচিত একটা সফটওয়্যার টুল দিয়ে ডাটাবেসে প্রবেশ করানো যাবে - এটা আমার ধারনার অনেক বাইরে ছিল। এই অসাধ্য কে সাধ্য করেছেন আপনারা সবাই।
সুলতান ভাইয়ের কথা কি লিখবো? ১৩৬৭ গান! আপনি শুধু গান গুলো সংযোজনই করেন নি; খুবই সহজভাবে আপনি অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের বাকী সবাইকে.. ব্যস্ততার চুড়ান্ত পর্যায়ে থেকেও কিভাবে সময় বের করা যায় - পারিবারিক, জীবিকা, এবং সামাজিক দায়িত্ব পূরণ করেও কিভাবে আরেকটা ভালোবাসাকে (passion - শব্দটার ভালো কোনো প্রতিশব্দ এই মূহুর্তে মনে পড়ছে না) সময় দেয়া যায় - এটাই তার উদাহরণ। আন্দালিবের আবির্ভাব এবং দ্রুতগতি তে ২১৬ টা গানের অনুপ্রবেশ - আমার মত আরো অনেককেই বিস্মিত করেছে। শিখা আপু ছিলেন গোড়া থেকেই অটল (আবারো consistent - শব্দটার ভালো কোনো প্রতিশব্দ এই মূহুর্তে মনে পড়ছে না)। তার প্রবেশ করানো ১৩১ টা গান গীতবিতান কে এতো তারাতারি সমাপ্তির কাছে নিয়ে এসেছে। ক্যারিনা, গালিব ভাই, ফারাহ আপু, জনি, জুন, মাসুদ ভাই আর সাইফুল ভাই - অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার হাত বাড়িয়ে দেয়ার জন্য। শিশুর জন্মদেয়ার মত এতো বড় শারীরিক সীমাবদ্ধতা, জীবিকা সংক্রান্ত দুঃশ্চিন্তা,এবং অন্যান্য ক্ষেত্রে এতো ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা সবাই যে যখন পেরেছেন সাহায্য করে গেছেন আন্তরিকতায়। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করার দুঃসাহস আমার নেই। তবুও ধন্যবাদ, তবুও অভিনন্দন - হৃদয় নিংড়ানো ভালোবাসায়। কবিগুরুর অবদানের ওপর কাজ করে গেছেন পৃথিবীর অনেকে অনেক সময়। প্রথম অনলাইন বাংলা গীতবিতান ডাটাবেস করার উল্লাসটা না হয় আমাদের-ই থাকলো! আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কিছু তো একটা রেখে গেলাম! এই প্রাপ্তির আনন্দটা ক'জনের ভাগ্যে জোটে? মাঝে মাঝে কল্পনা করতে ইচ্ছে করে - কবিগুরু যদি আজ বেঁচে থাকতেন - কী ভাবতেন তিনি? সবাইকে অনেক অনেক ভালোবাসা।
আব্দুল্লাহ আল আমীন পিয়াল |