আমি কারেও বুঝি নে | মায়ার খেলা |
আমি কারেও বুঝি নে শুধু বুঝেছি | মায়ার খেলা |
আমি জেনে শুনে বিষ | মায়ার খেলা |
আমি তো বুঝেছি সব | মায়ার খেলা |
আর কেন আর কেন | মায়ার খেলা |
আহা আজি এ বসন্তে | মায়ার খেলা |
এ কি স্বপ্ন এ কি মায়া | মায়ার খেলা |
এ ভাঙা সুখের মাঝে | মায়ার খেলা |
এতদিন বুঝি নাই | মায়ার খেলা |
এরা সুখের লাগি চাহে | মায়ার খেলা |
ওই কে আমায় ফিরে ডাকে | মায়ার খেলা |
ওই কে গো হেসে চায় | মায়ার খেলা |
ওকে বলো সখী বলো | মায়ার খেলা |
ওকে বোঝা গেল না চলে আয় | মায়ার খেলা |
ওগো দেখি আঁখি তুলে চাও | মায়ার খেলা |
কাছে ছিলে দূরে গেল দূর হতে এস কাছে | মায়ার খেলা |
কেন এলি রে ভালোবাসিলি | মায়ার খেলা |
চাঁদ হাসো হাসো হারা হৃদয় দুটি | মায়ার খেলা |
তবে সুখে থাকো সুখে থাকো | মায়ার খেলা |
তুমি কে গো সখীরে কেন জানাও বাসনা | মায়ার খেলা |
দুখের মিলন টুটিবার নয় | মায়ার খেলা |
দূরে দাঁড়ায়ে আছে কেন আসে না | মায়ার খেলা |
দে লো সখী দে পরাইয়ে গলে | মায়ার খেলা |
দেখো চেয়ে দেখো ঐ কে আসিছে | মায়ার খেলা |
দেখো চেয়ে দেখো ওই কে আসিছে | মায়ার খেলা |
দেখো, সখা, ভুল করে | মায়ার খেলা |
প্রভাত হইল নিশি কানন ঘুরে | মায়ার খেলা |
প্রেমপাশে ধরা পড়েছে দুজনে | মায়ার খেলা |
ভালোবেসে দুখ সেও সুখ | মায়ার খেলা |
মিছে ঘুরি এ জগতে | মায়ার খেলা |
মোর জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি | মায়ার খেলা |
যদি কেহ নাহি চায় আমি লইব | মায়ার খেলা |
সখী, সাধ করে যাহা দিবে তাই লইব | মায়ার খেলা |
সে জন কে, সখী, বোঝা গেছে | মায়ার খেলা |
সেই শান্তিভবন ভূবন কোথা গেল | মায়ার খেলা |